মাউস ধরা ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ড এ বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করুন ।

মাউস ধরা ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ড এ বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করুন :
আমরা অনেকে ডকুমেন্ট কিংবা আর্টিকেল লেখার জন্য ইংরেজি অথবা বাংলা আলাদা আলাদা ফন্ট সিলেক্ট করে কাজ করে থাকি । বারবার ফন্ট পাল্টানো বিরক্তিকর কিন্তু বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করতে পারলে বারবার মাউস ধরতে হয়না, কাজ ও করা যায় দ্রুত গতিতে আসুন চেষ্টা করে দেখি এটা কিভাবে করা যায়



প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করুন

তারপর Tools অপশন এ গিয়ে customize এ ক্লিক করুন


customize ডায়লগ বক্স আসবে এখানে keyboard অপশন এ ক্লিক করুন

তারপর customize keyboard ডায়লগ বক্স আসবে এখানে specify a command অপশন এ categories লিস্ট এ Fonts সিলেক্ট করুন এবং Fonts লিস্ট থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন ধরুন আমরা SutonnyMJ সিলেক্ট করব সেক্ষেত্রে ফন্ট টি সিলেক্ট করুন তারপর Press new shortcut key অপশন এ Alt +Z দিন এবং নিচে Assign এ ক্লিক করুন একইভাবে ইংরেজির জন্য Times New Roman সিলেক্ট করে Alt + X দিন Assign এ ক্লিক করুন, বেস হয়ে গেল আপনার শর্টকাট

এখন আর বারবার মাউস ধরে বাংলা কিংবা ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবেনা কিবোর্ড দিয়ে Alt +Z এবং Alt + X প্রেস করে দেখুন একবার বাংলা ফন্ট একবার ইংরেজি ফন্ট পরিবর্তন হচ্চ্ছে
খেয়াল রাখবেন বাংলা লেখার আগে কিবোর্ড দিয়ে Alt +Z প্রেস করে আবার Alt + Clrl + B প্রেস করতে হবে, তাহলে বিজয় সক্রিয় হবে এবং আপনি বাংলা টাইপ করতে পারবেন টাস্ক বার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন

একইভাবে ইংরেজি টাইপ এর ক্ষেত্রে কিবোর্ড দিয়ে Alt + X প্রেস করে আবার Alt + Clrl + B প্রেস করতে হবে তাহলে বিজয় নিস্ক্রিয় হবে এবং আপনি ইংরেজি টাইপ করতে পারবেন টাস্ক বার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন

এভাবে আপনি মাউস ধরা ছাড়াই বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করতে পারবেন শুধু কিবোর্ড দিয়ে আপনার নির্ধারিত কমান্ড প্রেস করলেই হলো উল্লেক্ষ, অফিস ২০০৭ এর আগের ভার্সন এর জন্য এ নিয়ম, অফিস ২০০৭ এর ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড এর হোম অপশন থেকে কাজটি করতে হবে সবাই ভালো থাকবেন আরো এক্সক্লুসিভ টিপস সম্পর্কে জানতে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ

Visitor


Search This Blog