ডাউনলোড করে নিন স্ক্রীন রেকর্ডিং এর সেরা সফটওয়্যারটি আর নিজেই তৈরী করুন ভিডিও টিউটোরিয়াল ।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।  আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ।  ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।  অনলাইনে নতুন ও পুরনো সবারই কোন কিছু জানা ও জানানোর জন্য ভিডিও টিউটোরিয়াল এর জুড়ি নেই ।  ভালোভাবে কোন বিষয় আয়ত্ত্বে আনতে গেলে অনেকেই এখন ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে থাকেন ।  সেক্ষেত্রে গুগলে টেক্সট সার্চ দেয়ার প্রবণতা কমে যাচ্ছে ।  যাইহোক,  ইন্টারনাল টিভি কার্ডের কোন প্রোগ্রাম রেকর্ড, নিজের কম্পিউটার এর প্রয়োজনীয় কোন বিষয় রেকর্ডিং করে সংরক্ষণ করে  রাখা,  নিজের জানা বিষয় টিউটোরিয়াল আকারে তৈরী করার জন্য ইমেজের পাশাপাশি সফটওয়ারের কোন বিকল্প নেই ।  চলুন সেরকম একটি সফটওয়ারের সাথে পরিচিত হই । যদিও অনেকেই অলরেডী পরিচিত থাকতেই পারেন ।

সফটওয়ারটির নাম এ-টিউব কেচার... 

সফটওয়্যারটির বৈশিষ্ট -
১। কম্পিউটারের ভিডিও রেকর্ড করা যায়
২। স্ক্রীনের কোন কাজ রেকর্ড করা যায় 
৩। পছন্দমত ভিডিও ফরম্যাট নির্বাচন করা যায়
৪। রেকর্ডিং এর ডিউরেশন সেট করা যায় 
৫। রেকর্ডিং কনভার্ট করা যায়
৬। পুরো কম্পিউটার এর স্ক্রীন জুড়ে রোকর্ডিং এর ব্যবস্থা  
৭। ভিডিও এর সাথে সাখে ক্লিয়ার অডিং রেকর্ডিং
৮। এবং যথারীতি রেকর্ড করা ভিডিও রাইট করারও ব্যবস্থা । 

এখন নিচের লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন । 


লিংকে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন ।  ডাউনলোড শুরু না হলে রিস্টার্ট দ্যা ডাউনলোড এ ক্লিক করুন ।


এবার চলুন দেখে নিই কিভাবে সফটওয়ারটি দিয়ে কাজ করবেন...

প্রথমে ডাউনলোড শেষে সফটওয়ারটি ইন্সটল করুন । 
এবার সফটওয়ারটি ওপেন করুন  ।

ডেস্কটপে বিড়ালের পায়ের মত একটি আইকন দেখা যাবে ওইটা দিয়েও ওপেন করতে পারবেন । 

কোন ডায়লগ বক্স আসলে বন্ধ করে দিন । 

উপরের ছয়টি অপশন থেকে স্ক্রীন রেকর্ডিং অপশন নির্বাচন করুন । 

স্ক্রীন রেকর্ডিং অপশন থেকে সিলেক্ট এরিয়া বাটনে ক্লিক করুন ।



















আপনার স্ক্রীনে যোগ চিহ্নের মত একটি চিহ্ন দেখাবে ।  ওই চিহ্নটি যেখানে ক্লিক করবেন সেটা হবে স্ক্রীনের শুরু এবং দ্বিতীয়বার যেখানে ক্লিক করবেন সেটা হবে স্ক্রীনের শেষ ।  আয়তক্ষেত্রের মত চারপাশে একটি বার দেখা যাবে ।

















স্ত্রীনের শুরু থেকে শেষ অর্থাৎ প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত আপনার রেকর্ডিং এরয়িা নির্ধারিত হলো ।  আপনি এ এরিয়ার মধ্যে যত কাজ করবেন সবই রেকর্ডিং হয়ে যাবে ।   



















এখন স্টার্ট-এ ক্লিক করুন আর যথারীতি নির্ধারিত কাজ শুরু করুন ।  আর কাজ শেষে স্টপ-এ ক্লিক করলেই আপনার রেকর্ডিং শেষ হয়ে যাবে । সাথে সাথে ভিডিও ফাইলের ফরমেট এবং সাইজসহ নিচের ফাইল লিস্টে দেখতে পাবেন । এখান থেকে চাইলে প্লেও করতে পারবেন ।   আর ভিডিও রেকর্ড হওয়ার নির্ধারিত জায়গা ইউজার ফাইলে অর্থাৎ আমরা যাকে মাই ডকুমেন্ট হিসেবে চিনি সেখানে গিয়ে ভিডিও ফোল্ডারে রেকর্ড হওয়া ভিডিও দেখতে পাবেন ।

আর ডিফল্ট ফরমেট হিসেবে ভিডিও ফাইল ডব্লিউএমভি  ফরমেটে সেভ হবে । 


আমি অনলাইনে আয় বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে এ সফটওয়ার দিয়ে ভিডিও ফাইল বানিয়ে সেটি ইউটিউবে আপলোড করেছি... দেখে আসতে পারেন...   




সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।  


আল্লাহ আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ হক আদায়ের তাওফীক দান করুক... আমীন । 


রমজান সম্পর্কিত আমার টিউনটি দেখতে ভুলবেননা ।  
কিছু করতে না পারলে দেখলে কিংবা পড়লেও সওয়াব হবে । 






অনেক অনেক শুভ কামনা রইলো সবার জন্য  ।  


আমার ব্লগ । ।                  আমার ফেসবুক । ।              আমার ফ্যানপেজ ।            

Visitor


Search This Blog